বাংলাদেশী নাগরিক এবং বয়স ১৮ হলে
০১। প্রথমত //services.nidw.gov.bd লিংক হতে নতুন ভোটার নিবন্ধন এর জন্য ফরম ০২ নির্ভূলভাবে পূরণ করতে হবে।
০২। পূরণকৃত ফরম প্রিন্ট আউট করার পর নিবন্ধন ফরমের ৩৪ নং ক্রমিকে শনাক্তকারীর এনআইডি নং লিখতে হবে এবং ৩৫ নং ক্রমিকে শনাক্তকারী স্বাক্ষর করবেন। (শনাক্তকারী হবেন পিতা/মাতা/ভাই/বোন/নিকট আত্বীয়)
০৩। নিবন্ধন ফরমের ৪০, ৪১ ও ৪২ নং ক্রমিকে যাচাই কারী হিসেবে স্থানীয় ওয়ার্ড মেম্বার/কাউন্সিলর/চেয়ারম্যান/মেয়র যথাক্রমে নাম এনআইডি নং ও সীল সহ স্বাক্ষর প্রদান করবেন।
০৪। নিবন্ধন ফরমের সাথে আবেদনকারীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে), পিতা, মাতা ও স্বামীর এনআইডি (বিবাহিত মেয়েদের জন্য), কাবিননামা ((বিবাহিত মেয়েদের জন্য) এর সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
০৫। নাগরিকত্ব সনদ, চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রত্যয়ন পত্র/ পৌরকর/ইউপি করের রশিদ ও ব্লাডটেস্টের রিপোর্ট এর কপি সংযুক্ত করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস